নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ‘শিল্পোন্নত দেশগুলো নিজেদের স্বার্থে গোটা বিশ্বের পরিবেশ নেতিবাচক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যার বিরুপ প্রভাবে উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে যাচ্ছে। এতে আমাদের মত দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ কারণে নিজ দেশ ও বিশ্বকে বাঁচাতে ব্যাপক হারে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুর্বৃত্তরা বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর কাঙ্খিত সোনার বাংলা গড়তে দেয়নি। তাই আজকে যারা শিক্ষার্থী তাদেরকেই বঙ্গবন্ধুর চেতনায় উদ্ধুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে।’
তিনি শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘সবুজের জয়গানে, এসো মিলি প্রাণে প্রাণে’ শ্লোগানে এ উপলক্ষে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সামাজিক বনায়ন বিভাগের বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. জগলুল হোসেন, ইউএনও আনোয়ার পারভেজ, কথা সাহিত্যিক আবুল কালাম মোহাম্মদ আজাদ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শঙ্কর ডমিনিক গমেজ ও একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা রোপণ আন্দোলনের উদ্যোক্তা জুবায়ের আল মাহমুদ রাসেল বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করাসহ নিজে দুটি গাছের চারা রোপণ করেন।
নীড় পাতা / জেলা জুড়ে / পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে -বড়াইগ্রামে বন ও পরিবেশ উপমন্ত্রী
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …