নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,রোকনুজ্জামান (৩১) ও মোঃ নাসির উদ্দিন (৪০) পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ২৭ মার্চ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের ১০ নং ব্রিজ এলাকায় এই মানববন্ধন করেন তারা। রোকনুজ্জামান (৩১) ও মোঃ নাসির উদ্দিন (৪০) সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধামাইচ গ্রামের বাসিন্দা। বিক্ষোভ শেষে মানববন্ধনে বক্তারা বলেন মোঃ রোকনুজ্জামান (৩১) ও মোঃ নাসির উদ্দিন (৪০) কে গত ২৪ মার্চ পরিকল্পিতভাবে মাইক্রোবাস চাপায় হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চায়। পুলিশ এই হত্যাকান্ড কে অস্বাভাবিক মৃত্যু বলে মামলা নথিভুক্ত করেছে। রোকনের বড় ভাই মোঃ শাওন ফারুকী দাবি করেন, ২৪ মার্চ সকালে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ কোর্টে যাওয়ার পথে বনপাড়া হাটিকুমরুল হাইওয়ের হরিণ চড়া নামক স্থানে ফাঁকা রাস্তায় একটি অজ্ঞাত মাইক্রোবাস ভাই রোকন এবং ভাতিজা নাসিরকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যা করে। তিনি আরো বলেন,আমাদের বিশ্বাস, পূর্বপরিকল্পিতভাবে আমার ভাই ও ভাতিজাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের সন্তান জন্ম নেওয়ার আগেই পিতৃহীন হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অপরাধীরা যাতে দ্রুত আইনের আওতায় আসে, সে বিষয়ে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে এলাকার প্রচুর মানুষ অংশগ্রহণ করেন।
