নিজস্ব প্রতিবেদক: পরকীয়া সর্ম্পকে অবনতি ঘটায় শাহিন শাহকে শ্বাসরোধ করে হত্যা করেছেন প্রবাসী স্ত্রী হোসনে আরা। মৃতদেহটি গুম করতে ছেলে ইমনের সহায়তায় মাটি চাপা দেয় হোসনে আরা। আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিং এ এমন তথ্য জানান নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার আরো জানান, সদর উপজেলার দস্তানাবাদ এলাকার মোজাহার আলীর ছেলে শাহিন শাহ চলতি মাসের ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয়। পরে ৯ আগস্ট নিখোজ শাহিনের চাচা আক্তার নাটোর সদর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করে। পরে ডায়েরির সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব ও বড়াইগ্রাম থানা পুলিশ বড়াইগ্রাম পৌরএলাকার জলন্দা মহল্লার ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী হোসনে আরাকে আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে শাহিনের সাথে পরকিয়া সম্পর্ক স্বীকার করে। চলমান সম্পর্কের অবনতি হলে হত্যার পরিকল্পনাও করে। পরে ৭ আগস্ট রাতে তার বাড়িতে আসলে শাহিনের সাথে বাকবিতন্ডা বাধে হোসনে আরার। বাকবিতন্ডা শেষে তাদের মিল হলে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় বেল্ট পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। পরের দিন সকালে শ্রমিক নিয়ে টিউবয়েলের পার্শে গর্ত করে রাতে শিশু ছেলে ইমনকে নিয়ে শাহিনের মরদেহটি গর্তে ফেলে মাটি চাপা দেয়। এমন তথ্যে শুক্রবার বিকালে গর্তটি খুড়ে শাহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সাধারণ ডায়েরিটি মামলা হিসেবে নেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে হোসনে আরা ও তার ছেলে ইমন(১৪)কে। তবে হত্যার সঠিক কারন জানাতে পারেনি পুলিশ।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …