নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা গ্রামের রতন সরকার (৪২) নামের এক মাছ চাষিকে পরকীয়ার জের ধরে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। এঘটনায় পুলিশ সুশিল চন্দ্র (৫২) ও তার স্ত্রী মাধবী রাণী (৪২) কে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানান, নিহত রতন সরকার মাছের ব্যবসা করতো। তার দুটি পুকুর আছে। শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত সে পুকুর থেকে বাড়ী না আসায় পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুজতে বের হয়। পরে বাড়ীর অদুরে সুশিল চন্দ্রের বাড়ীর কাছে তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে মৃত্য ঘোষনা করেন চিকিৎসকরা। পুলিশ রোববার সকালে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় । নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেউলা গ্রামের সুশিল চন্দ্র ও তার স্ত্রী মাধবীরাণীকে আটক করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে অফিসার ইনচার্জ আরো জানান, দীর্ঘ ১৫ বছর ধরে সুশিলের স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলো রতন সরকার। এসব নিয়ে গ্রামে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট ভাই অসিত সরকার বাদী হয়ে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সুশিল ও মাধবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …