বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, হিলি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরেরর সব কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ।

তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি বন্দর অভ্যন্তরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …