শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / পদ্মা সেতু উদ্বোধন: সিংড়ায় আ’লীগের আনন্দ র‌্যালী

পদ্মা সেতু উদ্বোধন: সিংড়ায় আ’লীগের আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে নাটোরের সিংড়ায় আনন্দ র‌্যালী করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস র‌্যালীর নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, সিংড়া কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব, আ’লীগ নেতা মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, মহিলা আ’লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী, সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহন আলী, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।

আনন্দ র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সিংড়াবাসী।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …