শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / পদ্মা সেতুর শেষ স্প্যানের ফিটিং সম্পন্ন
এভাবেই এখন দৃশ্যমান পদ্মা সেতু -রোহেত রাজীব

পদ্মা সেতুর শেষ স্প্যানের ফিটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
দ্রুত এগিয়ে চলেছে পদ্মা সেতুর স্প্যান ফিটিংয়ের কাজ। করোনাভাইরাস ও বর্ষার কারণে এ কাজে তুলনামূলক ধীরগতি সৃষ্টি হলেও এখন তা কেটে গেছে।

গতকাল সেতুর সর্বশেষ স্প্যানটিরও ফিটিংয়ের কাজ শেষ হয়েছে। সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এই ফিটিংয়ের কাজ শেষ হয়েছে। এ নিয়ে পদ্মা সেতুর ৪১টি স্প্যানের সবগুলোই প্রস্তুত হয়ে গেছে। শনিবার প্রস্তুত হওয়া ২এফ নম্বর পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর বসানো হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

পদ্মা সেতু সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর ৩৩তম স্প্যান বসানো হবে। এর ৫ দিন পর ২৫ অক্টোবর ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর ৩৪তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ৩০ অক্টোবর ২ এবং ৩ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান বসানো হবে। নভেম্বর মাসের ৪ তারিখ ৩৬তম

স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। অর্থাৎ প্রতি পাঁচ দিন অন্তর অন্তর একটি করে স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বাকি পাঁচটি স্প্যানও চলতি বছরই বসানোর পরিকল্পনা রয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …