নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আনন্দ র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৮টায় আনন্দ র্যালী ও আনন্দ মিছিল করেছে উপজেলার সর্ব শেণির জনতা। আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু রাসেল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু রাজ কুমার কাশি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা ট্রাক-লরী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার, কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মিল্টন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধন ও সাধারণ সম্পাদক সুবাশিষ কবিরসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণি পেশার হাজারো মানুষ।
উৎসবের মধ্যে ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, খাবার পরিবেশন, সুধী সমাবেশ ও বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …