রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে’ গুজব ছড়ানোয় গ্রেপ্তার ১

‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে’ গুজব ছড়ানোয় গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পদ্মা সেতুর জন্য এক লাখ মানুষের মাথা লাগবে’ গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে নাজমুল হুসাইন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল শহরের জেল খানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ‘পদ্মা সেতুতে এক লক্ষাধিক মানুষের মাথা প্রয়োজন বলে অপপ্রচার ও গুজব ছড়ানোয় মোহর আলী সরদারের পুত্র নাজমুল হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি ফেসবুক ও ম্যাসেঞ্জারের মাধ্যমে এ অপপ্রচার চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।’

প্রসঙ্গত, কয়েক দিন ধরে একটি চক্র ফেসবুকে পদ্মা সেতুর জন্য কাটা মাথা লাগবে বলে গুজব ছড়ায়। এতে দেশজুড়ে আতঙ্ক দেখা দেয়। পদ্মাসেতু কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি গুজব বলে জানায়। সরকারের মন্ত্রীরাও এ ঘটনাকে গুজব বলে উল্লেখ করেন।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …