নিউজ ডেস্ক:
বুধবার (১৪ এপ্রিল) থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ৬টি রুটে ৮টি বিশেষ পার্শেল ট্রেন চালু করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও মালামাল পরিবহনের সুবিধার্থে বুধবার থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামসহ ৬টি রুটে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।
মন্ত্রী বলেন, এসকল রুটে পার্সেল ট্রেন চালু হলে ট্রাকের বিকল্প হিসেবে ট্রেনে কৃষিপণ্য পরিবহন করতে পারবেন কৃষকরা।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …