নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস এর প্রভাব পড়েছে সর্বত্র। খেটে খাওয়া নিম্নআয়ের মানুষজন বেকার হয়ে পড়েছে। তাই তাদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার বিতরণ করা হয়েছে। ৫ম ধাপে ৮নং ওয়ার্ডের ১২০টি অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
মঙ্গলবার সকালে পৌরসভা প্রাঙ্গণে তিনি এই খাদ্য সামগ্রী উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন। এই খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় করোনা ভাইরাস সম্পর্কে তিনি যেমন মানুষজনকে পরামর্শ প্রদান করেন, তেমনি এই মৌসুমে ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য তাদের পরামর্শ প্রদান করেন।
