মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নৌকা ভ্রমণে গিয়ে শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নৌকা ভ্রমণে গিয়ে শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় নৌকা ভ্রমণে গিয়ে শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে মুন্নি খাতুন (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নি খাতুন উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর শিক্ষার্থী এবং একই এলাকার আব্দুল মতিন এর মেয়ে।

এলাকাবাসী জানায়, আজ ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে নলডাঙ্গা উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা নৌকা ভ্রমনে আসে ত্রিমোহনী এলাকায়। সেখান থেকে ফিরে যাওয়ার সময় বিকেল সাড়ে তিনটার দিকে অসাবধানতাবশত শ্যালো মেশিনের পাখার সঙ্গে হিজাব পেঁচিয়ে যায় মুন্নি খাতুনের।

এতে সে গুরুতর আহত হয় । এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আহত হওয়া এবং তাকে চিকিৎসায় নিয়ে আসার সম্পর্কে কথা বলার জন্য কোন শিক্ষক বা অভিভাবককে হাসপাতালে পাওয়া যায়নি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …