সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / “নো মাস্ক, নো সেল” কর্মসূচিতে নামছে হাকিমপুর পৌরসভা

“নো মাস্ক, নো সেল” কর্মসূচিতে নামছে হাকিমপুর পৌরসভা

নিজস্ব প্রতিবেদক, হিলি:
করোনা প্রতিরোধে দিনাজপুরের হিলি বাজারে ‘নো মাস্ক নো সেল’ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে পৌর মেয়র ‘নো মাস্ক নো সেল’ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাহিলি হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, সিপি রোড দোকান মালিক সমিতির সভাপতি শাহেদ মল্লিক বাবু, মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম প্রধান, জুয়েলার্স সমিতির সভাপতি তাছির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে প্রতিটা প্রতিষ্ঠানের মালিকের মাস্ক ব্যবহার করা এবং মাস্ক ছাড়া কোন ক্রেতা পণ্য ক্রয় করতে আসলে তার কাছে পণ্য বিক্রি না করা বাধ্যতামূলক করা হবে। যদি কোন বিক্রেতা পণ্য বিক্রি করেছে বলে প্রমানিত হয় তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান ৩ থেকে ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্ত আগামী ৪জুন শনিবার সকাল থেকে কার্যকর করা হবে।

আরও দেখুন

বিজিবি দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তেবিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা

জানিয়েছে বিজিবি নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯তম দিবস উপলক্ষেদিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় …