বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নিহত সোহেল রানার পরিবারের পাশে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

নিহত সোহেল রানার পরিবারের পাশে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক:  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোহেল রানার পরিবারের পাশে দাঁড়ালেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আলহাজ্ব মোশারফ হোসেন। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে নিহত সোহেল রানার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন।

সেসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিহত সোহেল রানার কবর জিয়ারত করেন। এরপর নিহত সোহেল রানার পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করে। আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আমার ভাই শহীদ হয়েছে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমি দুঃসময়ে কাহালু-নন্দীগ্রামবাসীর পাশে ছিলাম এবং আছি আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।

আরও দেখুন

বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসন, প্রতিরোধের আহ্বান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানান অপকর্ম, আওয়ামী লীগ, ছাত্রলীগকে পূর্নবাসন …