সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নিহত বিএনপি নেতার পরিবারকে সহায়তা করলো বিএনপি

নিহত বিএনপি নেতার পরিবারকে সহায়তা করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকায় নিহত বিএনপি নেতা আ. রশিদের পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ওই পরিবারে ১ লাখ ৮০ হাজার টাকা মুল্যের গাভী ও বাছুর উপহার দিলেন বিএনপি। শুক্রবার বেলা ১০ টার দিকে নিহত নেতা আ. রশিদরে গ্রামের বাড়ি নাটোরের লালপুরের নাগদহ গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই গাভী নিহতের স্ত্রীর হাতে তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সহ- দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। পরে নিহতের কবর জিয়ারত করা হয়। নিহত রশিদের স্ত্রী বিএনপি নেতাদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি তার স্বামী হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন যে সন্ত্রাসীরা আমার স্বামীকে খুন করেছে আমি তাদের উপযুক্ত বিচার চাই। কেন্দ্রীয় বিএনপির সহ- দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা আ. রশিদকে নির্মমভাবে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে এই পরিবারটি যেন বাচতে পারে সেজন্য এই সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছি। তিনি আরো বলেন যত দিন এই পরিবার স্বাবলম্বি না হয় ততদিন তাদের পাশে আমরা আছি।এসময় আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর সভার মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনছার আলী সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সোহেল রানা, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ উদ্দিন মিল্টন প্রমূখ। প্রসঙ্গত, বিএনপির ভাষ্য মতে আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং সর্বশেষ আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করে

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …