বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি চলছে

নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি চলছে

নিউজ ডেস্ক
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে।

আগেই জানিয়েছিলাম, আমাদের হয়ে কথা বলার জন্য লবিস্ট বা আইনজীবী নিয়োগ করার প্রক্রিয়া চলছে। আমরা যুক্তরাষ্ট্রের তিনটি ল’ ফার্মের সঙ্গে কথা বলেছি। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, আগামী মার্চ ও এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানেও নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলতে ভারত বা অন্য কোনো তৃতীয় দেশের মধ্যস্থতার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে আমরাই যথেষ্ট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ দপ্তর গত গত ১০ ডিসেম্বর র‍্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …