সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নির্ভয়ে আপনাদের মেয়েদের স্কুলে পাঠান- উপজেলা নির্বাহী অফিসার

নির্ভয়ে আপনাদের মেয়েদের স্কুলে পাঠান- উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নির্ভয়ে আপনাদের মেয়েদের স্কুলে পাঠান। আপনাদের সকল সমস্য আমরা দেখবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠানে নারীদের উদ্দেশ্যে কথা গুলো বলেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন। প্রায় ২০০জন নারী ওই উঠান বৈঠকে অংশগ্রহণ করে।

শনিবার সকাল ১১টায় উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদ চত্বরে গুরুদাসপুর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে তথ্য কেন্দ্রের কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমীনসহ প্রমুখ।

উঠান বৈঠকে নারীদের উদ্দ্যেশে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা আপনাদের মেয়েদের নির্ভয়ে স্কুলে পাঠাবেন। বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার পথে তাদের কোন সমস্য হলে সেটা আমরা দেখবো। কখনও কোন মেয়েকেই বাল্যবিবাহ দিবেন না। কোন সমস্যা হলে আমাকে জানান। এবং আপনার আশপাশে বাল্যবিবাহের মত ঘটনা দেখলে আমাদেরকে জানাবেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …