নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পরাজিত প্রার্থীর কর্মী মিলন সরকার (২৩) এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত আটটার দিকে গুরুদাসপুর উপজেলার ০৫ নং ধারাবারিষা ইউনিয়নের, ধারাবারিষা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত মিলন সরকার ধারাবারিষা দক্ষিণপাড়া গ্রামের লুৎফর রহমান সরকারের ছেলে।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিলন সরকার ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সাজেদা বেগম এর কর্মী ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মতিন এর কর্মী শরিয়তুল্লাহর ছেলে হৃদয় (১৭),ওমর আলীর ছেলে দেলু (৩৮) রবি (২৮) শাহাদতের মইনুল(২৩), বাবলুর ছেলে শিমুল (১৮)দেলর ছেলে বিপ্লব (১৪) সহ অজ্ঞাত নামা ৫/৭ জন ব্যক্তি মিলে মিলনকে ঘর থেকে ডেকে নিয়ে তার বাড়ির সামনে এলোপাথাড়ি ভাবে মারপিট করে, একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুততার সাথে ব্যবস্থা নেয়া হবে।
নীড় পাতা / আইন-আদালত / নির্বাচন পরবর্তী সহিংসতা, গুরুদাসপুরে পরাজিত প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …