রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / নির্বাচনী প্রচারণা শুরু করলেন আ.লীগ প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা

নির্বাচনী প্রচারণা শুরু করলেন আ.লীগ প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া:
৫৬ রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের ধোকড়াকুল, পশ্চিমভাগ, বাঁশবাড়িয়া, নওপাড়া ও ধোপাপাড়া বাজারে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

মতবিনিময় শেষে ভোটারদের হাতে নির্বাচনী নৌকা মার্কার লিফলেট তুলে দেন রাজশাহী জেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এস এম একরামুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ চিন্ময় কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …