সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলা জাতীয় পার্টির বিশেষ মতবিনিময় সভা

নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলা জাতীয় পার্টির বিশেষ মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,:
‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ‘ এর এই স্লোগানে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের জোনাইল বাজার সংলগ্নে এলাকায় জাতীয় পার্টির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় পার্টির বড়াইগ্রাম উপজেলা শাখার আয়োজনে আকবর হোসেন’এর সভাপতিত্বে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, জেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে নাটোর জেলা জাতীয় পার্টির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক,  সাংগঠনিক সম্পাদক রোকন ইসলাম , আহবায়ক ইয়াছিন আলী পিন্টুসহ অত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট সোহেল রানা বলেন, আসন্ন ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নাটোরের সাতটি উপজেলার তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে জেলাজুড়ে এই মতবিনিময় সভা অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …