শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নিরুত্তাপ বিএনপির ‘সেলফি বিক্ষোভ’, দেখা যায়নি কেন্দ্রীয় নেতাদের!

নিরুত্তাপ বিএনপির ‘সেলফি বিক্ষোভ’, দেখা যায়নি কেন্দ্রীয় নেতাদের!

নিউজ ডেস্ক: ১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শুনানিতে জামিন নাকচ করে দিয়েছেন আদালত। ওইদিন রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৫ ডিসেম্বর বিক্ষোভের ডাক দেন। যদিও সে ডাকে সাড়া মেলেনি কর্মীদের।

সূত্র বলছে, ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে ক্ষুদ্র পরিসরে বিক্ষোভ মিছিল করতে দেখা গেলেও রাজধানীতে দেখা গেছে ভিন্ন চিত্র। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডার সুবাস্তু নজরভ্যালী টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি ফুজি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই মিছিলে অংশ নেন অল্পসংখ্যক নেতাকর্মী। দলের নীতিনির্ধারণী সভায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হলেও একমাত্র রিজভী ছাড়া ঢাকায় অন্য কোনো কেন্দ্রীয় নেতাকে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়নি।

পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ নিয়ে বিএনপির কর্মী জাকির হোসেন তার ফেসবুক পেজে লিখেছেন ,চোখের পলকেই ব্যানার নাই। নিউজ কভারেজ করার জন্যই ছোট পরিসরে হলেও নামমাত্র একটির সমাবেশ। এতে কি বেগম জিয়ার মুক্তি মিলবে? আরে ভাই, ঢাকা মহানগর বিএনপির কমিটিই গুছাইতে পারেন নাই। আবার কন দেশব্যাপী বিক্ষোভ!

সরেজমিনে দেখা গেছে, বিএনপির অধিকাংশ বিক্ষোভ মিছিল ছবি বা মিডিয়া কভারেজের মধ্যেই শেষ হয়ে যায়। যা নিয়ে দলের ভেতর ও বাইরে শুরু হয়েছে নানা সমালোচনা। অনেকেই বলছেন, বিক্ষোভ আর বিক্ষোভ নাই। বিক্ষোভ এখন লোক দেখানো সেলফি বিক্ষোভে পরিণত হয়েছে।

সারা দেশের বিক্ষোভ চিত্র সম্পর্কে জানা গেছে, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল মহানগর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, খুলনা জেলা ও মহানগর, সিলেট জেলা ও মহানগর, রাজশাহী মহানগর ছাত্রদল বিক্ষোভ করলেও তাতে খুব বেশি জনসমাগম দেখা যায়নি। যা বিএনপি সাংগঠনিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।

আরও দেখুন

নাটোরে গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর 

নিজস্ব প্রতিবেদক: নাটোরে পৃথক দুইটি অভিযানে  ১৮ কেজি গাঁজা সহ রুহেল আহমেদ (২৬) ও  গোলাম …