নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার বিলদহর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোঃ হৃদয় হোসেন রাস্তা পারাপারের সময় গুরুত্বর আহত হওয়ায় নিরাপদ সড়ক, স্কুল গেটে গাড়ি রাখা এবং হৃদয় দুর্ঘটনার বিচার দাবি করে রবিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধন বিলদহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ের সামনে গাড়ির গ্যারেজ থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাওয়া-আসায় সমস্যা হয়। অতি দ্রুত বিদ্যালয়ের পাশের গাড়ির গ্যারেজ ভ্যান স্ট্যান্ড সরানোর জন্য দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন বলেন,হৃদয়ের দুর্ঘটনার বিচার দাবি করছি ও ভ্যান সিএনজি স্ট্যান্ড সরানোর দাবি করছি।
উল্লেখ্য: হৃদয় এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার জন্য তার সহপাঠী স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা সবার কাছে দোয়া চেয়েছে।
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নিরাপদ সড়কের দাবি সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
আরও দেখুন
সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা ও মতবিনিময় করেছেন …