রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নিরাপদ সড়কের দাবিতে একদল ইয়থ স্কেটার

নিরাপদ সড়কের দাবিতে একদল ইয়থ স্কেটার

তরিকুল ইসলাম, ঢাকা:
একদল স্কেটার নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ, বাইমেলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্কেটিং করে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশীপের সহযোগীতায় ও ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এই ‘স্কেটিংশো’ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে স্কেটাররা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা, মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা, গাড়িতে শিশু সিটের প্রচলন করা এবং সবার জন্য গাড়ির
সিট বেল্ট ব্যবহার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানান। ক্যাম্পেইনটিতে জামির র‌্যাপিড এন্ড ম্যাগনোলিয়া স্কেটিং ক্লাবের সদস্যরা অংশ নেয়।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী প্রতি বছর বাংলাদেশে সড়কে আনুমানিক প্রায় ২৫ হাজার মানুষের প্রাণ ঝরে। আর এই দুর্ঘটনায় প্রধান শিকার
হয় শিশু, কিশোর ও যুব সমাজ।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …