নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মোঃ ফিরোজ (৪৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সিরাজুল ইসলাম(৪২) নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আজ ১৯ আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ নাটোর শহরের আলাইপুর মহল্লার কিয়ামত আলীর ছেলে। আহত সিরাজুল শহরের ঝাউতলা এলাকার মৃত আশকান আলীর ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ফিরোজ এবং সিরাজুল সিংড়া থেকে মোটরসাইকেল যোগে নাটোরে ফিরছিলেন। সন্ধ্যে সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকার ব্রিজের সামনে আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সঙ্গে ধাক্কা লাগে। এতে ফিরোজ এবং সিরাজুল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল সেখানে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। আহত সিরাজুল নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ব্রিজের রেলিং এ ধাক্কা- নিহত ১ আহত ১
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …