নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় দুইটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের তিন হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
শনিবার বিকালে এ্যাড. আবুল কালাম আজাদ করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে তালিকাভূক্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে অসহায় দিনমজুর , ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক ও ক্ষুদ্র দোকানদারদের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কথা বলেন এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু এবং তেল।
এসব খাদ্যসামগ্রী বিতরণকালে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গনি প্রমূখ উপস্থিত ছিলেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নিম্ন আয়ের তিন হাজার পরিবারের মাঝে সাবেক এমপি আবুল কালামের খাদ্যসামগ্রী বিতরণ
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …