সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নিম্নমানের চাউল বিক্রয়ে চেয়ারম্যান এর বাধা

নিম্নমানের চাউল বিক্রয়ে চেয়ারম্যান এর বাধা

নিজস্ব প্রতিবেদক:
নিম্ন মানের চাউল বিক্রয়ে বাধা দিয়েছেন হালসা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম। বুধবার সকালে নাটোর সদরের হালসা ইউনিয়নের নবীনকৃষ্ণপুর ইদুর মোড়ে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি করে চাল বিক্রি শুরু করেন ডিলার জুলেখা বেগম।

সুবিধাভোগী এক ক্রেতা জনান, লাল এবং দুর্গন্ধযুক্ত নিম্ন মানের চাল তাদের দেয়া হচ্ছিল। এর আগে আমরা ভালো চাল কিনেছি। এবার আমাদের জোর করে এই চাল দেয়া হচ্ছিল। তারপর আমরা চেয়ারম্যান সাহেবকে খবর দিই।

স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী জানান, মাননীয় প্রধান মন্ত্রীর এই খাদ্য বান্ধব কর্মসূচী বিশ্বে অনেক প্রশংসিত। কোন ক্রমেই যাতে কেউ যেন এটিকে বিতর্কিত করতে না পারে এই বিষয়টি হালসা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রাং কে অবগত করেন। অভিযোগ পেয়ে ঘটনা স্থলে ছুটে যান তিনি।

কার্ডধারী ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণের জন্য চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রাং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমকে অবগত করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী নিম্ন মানের চাউল বিক্রয় স্থগিত করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …