নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে প্রচারপত্র বিতরণ করেছেন বনপাড়া পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার সকাল ১১টার দিকে বনপাড়া পৌর বিএনপি বনপাড়া বাজারের এই কর্মসূচীর আয়োজন করে। তাঁরা সরকারের ‘গণবিরোধী’ এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্থানে পোস্টারও লাগিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার বনপাড়া বাইপাস, বাসস্ট্যান্ড, বাজার এলাকায় দোকানদার, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে ‘সচেতনতামূলক লিফলেট’ বিতরণ করা হয়। এ সময় নেতা-কর্মীরা আশপাশে পোস্টার লাগান। এরপর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা।
এসব কর্মসূচিতে অংশহ গ্রহন পৌর বিএনপির আহŸায়ক লুৎফর রহমান, সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, যুগ্ম আহŸায়ক রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার হোসেন, সাহাবুল আলম, রবিউল করিম, উপজেলা যুবদলের সহ-সভাপতি খন্দকার শফিকুল ইসলাম লাল, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মমতাজ আলী ও ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
পৌর বিএনপির আহŸায়ক লুৎফর রহমান, পাতানো নির্বাচনের সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। যার কারনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামের বাহিরে। এই সরকারকে উৎখাত করে গনতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …