শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নিজ কাঁধে করে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

নিজ কাঁধে করে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
করোনা ভাইরাসের সরকারি নির্দেশনা মেনে শত শত পরিবার ঘরে অবস্থান করার কারণে কাজে যোগ দিতে না পারায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ৬ হাজার ৬ শত অসহায় পরিবারের মাঝে বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । ব্যাক্তিগত উদ্দ্যগেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্যদ্রব্য বিতরণ চলছে।

এ ছাড়াও নিজ অর্থায়নে জিসান এন্টাপ্রাইজের স্বতাধিকারী গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নিজ কাঁধে করে অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাই আসাদুজ্জামান আসাদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাওশার মাসুমসহ অনান্য পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন,আমি ব্যাক্তিগত ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান জিসান এন্টারপ্রাইজের অর্থায়নে সারাংপুর জোৎগোসাইদাস গ্রামে কিছু খাদ্যদ্রব্য পৌছে দিয়েছি। সরকারের পাশাপাশি গোদাগাড়ী উপজেলায় অনেক বিত্তশালী আছেন তারা যেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …