রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নিজের সঞ্চিত অর্থে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জন্য তবারক বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা

নিজের সঞ্চিত অর্থে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জন্য তবারক বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তবারক বিতরণ করেছেন উমর আলী নামের এক বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার উপজেলার চকগোয়াশ জামে মসজিদে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া শেষে নিজের সঞ্চিত অর্থ ব্যয়ে প্রায় ৩০০ মুসল্লির মাঝে এ তবারক বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা উমর আলী উপজেলার চকগোয়াশ গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

উমর আলী জানান, ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রাণের মায়া ত্যাগ করে সেদিন রণাঙ্গনে অংশ নিয়ে তিনি দেশ স্বাধীনে ভূমিকা রেখেছেন। আবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করছেন এবং প্রধানমন্ত্রীর দেয়া মুক্তিযোদ্ধা ভাতার টাকায় তার সংসার চলছে। কিন্তু সেই বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর জন্য তিনি কিছুই করতে পারেননি। তাই এই বৃদ্ধ বয়সে তিনি নিজের উদ্যোগে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করেন।

তিনি জানান, নিজের সঞ্চিত টাকায় উপস্থিত প্রায় ৩০০ মুসল্লির মধ্যে তবারক হিসেবে খিচুড়ি-মাংস বিতরণ করেন।

মসজিদের মুসল্লি স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক বলেন, তিনি নিজেও এ দোয়া মাহফিলে শরিক হয়েছিলেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতি গভীর ভালোবাসা থেকেই হয়তো বীর মুক্তিযোদ্ধা উমর আলী এ কাজটি করেছেন। তবে ব্যক্তি উদ্যোগে এমন ঘটনা এই এলাকায় এর আগে কখনও তিনি দেখেননি বলে জানিয়েছেন।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কছিম উদ্দিন বলেন, উমর আলী একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এবং নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পান।

চকগোয়াশ জামে মসজিদের ইমাম মেহেদী হাসান বলেন, জুম্মার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা উমর আলী বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছিলেন। সে কারণে তিনি ফরজ নামাজ শেষে মসজিদের মুসল্লিদের মাঝে বিষয়টি ঘোষণা করে দোয়া করেন। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …