রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / নিখুঁত আয়োজনের জন্য বাংলাদেশকে মোদির ধন্যবাদ

নিখুঁত আয়োজনের জন্য বাংলাদেশকে মোদির ধন্যবাদ

নিউজ ডেস্ক:
নিখুঁত ও চমৎকার সফর আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৬ ও ২৭ মার্চ মোদি বাংলাদেশ সফরের পর পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে ওই ধন্যবাদ জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীকে ঘিরে মোদি ওই সফর করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার জানায়, নরেন্দ্র মোদি তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ে তিনি আনন্দিত। অত্যন্ত আকর্ষণীয়ভাবে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …