শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / গণমাধ্যম / না ফেরার দেশে নাটোরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী এটিএম জালাল

না ফেরার দেশে নাটোরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী এটিএম জালাল

নিজস্ব প্রতিবেদক:
নাটোর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ টেলিভিশন এবং মঞ্চ নাটকের খ্যাতিমান অভিনেতা, নাটোর শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক এবং দিঘাপতিয়া বালিকা সদনের প্রতিষ্ঠালগ্ন কেয়ারটেকার এটিএম জালাল উদ্দিন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের কানাইখালী এলাকায় মেয়ে জামাই আনিস রহমানের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, জামাতা, নাতনী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নাট্যব্যক্তিত্ব এটিএম জালাল প্রায় তিনবছর আগে স্টোক করার পর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েকমাস ধরে তিনি আরও অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম জালাল উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাটোরের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …