সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / না‌টোরে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ

না‌টোরে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে না‌টোর শহ‌রের বিভিন্ন এলাকায় স্যানিটাইজ়ার-মাস্ক বিতরণ করা হয়। শ‌নিবার সকাল ১০ টায় না‌টো‌রের প‌শ্চিম বাইপাস বঙ্গবন্ধু চত্বর, চক‌বৈদ্যনাথ, না‌টোর রেলও‌য়ে ষ্টেশন, একতা’র মোড়, এনএস ক‌লেজমাঠ, নাটোর প্রেসক্লাব, মস‌জিদ মা‌র্কেটসহ বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজ়ার, লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়েছে। ম‌াস্ক বিতরণের ক্ষেত্রে রিকশাচালক, চা দোকানী, গণপরিবহনের চালক-সহকারীদের বেশি প্রাধান্য দেওয়া হয়।

বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমির হো‌সেন বলেন, এখন আমরা আমাদের নিজস্ব অনুদানে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক কিনে বিতরণ করলাম। এটা আমাদের বন্ধন সমাজ কল্যাণ সংস্থার চলমান কার্যক্রম, আমরা মানুষের পাশে আছি এবং থাকব। এই সেচ্ছা‌সেবী সংগঠন দীর্ঘ‌দিন যাবত দা‌রিদ্য‌বি‌মোচন, মাদ‌কের বিরু‌দ্ধে জনস‌চেতনতা, কুসংস্কার ও বাল্য‌বি‌য়েমুক্ত সমাজ গঠ‌নের জন্য কাজ ক‌রে যাচ্ছে।

বন্ধন সমাজ কল্যাণ সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক রা‌শেদুল ইসলাম তু‌হিন বলেন, আমরা সংস্থার উদ্যোগে রিকশাচালক ও গণপরিবহনের চালক এবং চালকদের সহকারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজ়ার মাস্ক ও লিফলেট বিতরণের মাধ্যমে তাদের নিরাপদ ও সচেতন করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আজ পৃথিবী একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নত দেশের মতো এত স্বাবলম্বী নয় তাই এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের নিজেদের সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাই করোনা প্রতিরোধ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

উদ্যোগটি সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন সভাপ‌তি আতিকুর রহমান লাল, সি‌নিয়র উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিল ও তোরাব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক আবু মোহাম্মদ কাউসার, সাংগঠনিক সম্পাদক রুস্তম হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক মারুফ হোসাইন, প্রচার সম্পাদক জা‌হিদ, নির্বাহী সদস্য র‌বিউল, মে‌হে‌দি, হা‌বিব, হৃদয় ঘোষসহ সংস্থার সদস্যবৃন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …