রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নালিতাবাড়ী সীমান্তে জঙ্গল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী সীমান্তে জঙ্গল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে পাহাড় থেকে আমিনুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৪ আগষ্ট সোমবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। আমিনুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহত পরিবারসূত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট আমিনুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার দুপুরে খলচান্দা গ্রামের পাহাড় থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

উদ্ধারকালে মরদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়। খবর পেয়ে নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল মরদেহের পরিচয় শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …