সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নালিতাবাড়ীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নালিতাবাড়ীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান, পরিদর্শক এনামুল হক ও উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারু পাড়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ শ’পিছ ইয়াবা ও ৫ শ’গ্রাম গাঁজাসহ ফজর আলীর ছেলে ফারুক আহাম্মেদ (৩২) কে গ্রেফতার করা হয়।

অপরদিকে পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে ৩ শ’ গ্রাম গাঁজাসহ মৃত আরফান আলীর ছেলে আব্দুল করিম (৫৮) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার কৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার কৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …