সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / টপ স্টোরিজ / নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ১ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ১ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে অগ্নীকান্ডে এক ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত। ঘটনাটি ঘটে, ২৭ আগষ্ট বৃহস্পতিবার রাতে পৌর শহরের তারাগঞ্জ চকবাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে চকবাজারস্থ মিঠুন স্টোরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এসময় মূহুর্তেই দোকানে আগুন ছড়িয়ে পরলে দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ।
এসময় স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

দোকান মালিক হৃদয় আহমেদ মিঠুন বলেন, আমি দোকানেই ছিলাম হঠাৎ বিদ্যুতের সর্ট-সার্কিটে দোকানে আগুন লেগে যায়।

নালিতাবাড়ীর ফায়ার  স্টেশনের ইনচার্জ মীর মোহাম্মদ ফারুক বলেন, দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়তো ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ …