শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নারী শিক্ষার অগ্ৰদূত জননেত্রী শেখ হাসিনা-রত্না আহমেদ

নারী শিক্ষার অগ্ৰদূত জননেত্রী শেখ হাসিনা-রত্না আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
নারী শিক্ষার অগ্ৰদূত জননেত্রী শেখ হাসিনা- বলেন নওগাঁ-নাটোর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

তিনি আরো বলেন, নারীদের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, নাটোর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

আজ ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের সভাপতিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আজম স্বপন প্রমুখ। অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রাঙ্গনে পৌঁছালে বিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …