নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ক্রমবর্দ্ধমান নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। দেশ ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আলাইপুর জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপি এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দলের নেতা-কর্মীরা সেখানে সমবেত হয়ে মানববন্ধনে দাঁড়াতেই পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে দলের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত কর্মসুচি পালন করে স্থান ত্যাগ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহবায়ক রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহ- সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ দলের নেতা-কর্মীরা।
নীড় পাতা / আইন-আদালত / নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নাটোরে বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পন্ড
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …