রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” স্লোগান নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে পালিত

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” স্লোগান নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে পালিত

নিজস্ব প্রতিবেদক:

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” স্লোগান নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে ।

এই উপলক্ষে আজ ৯ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাটোর জেলার বিভিন্ন নারী সংগঠন অংশগ্রহণ করে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ বেগম রোকেয়া দিবসের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …