নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের একটি মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিস্ফোরণের খোঁজ-খবর নিচ্ছেন এবং দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।’
শেখ হাসিনা বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামে মসজিদে এসি বিস্ফোরণে গুরুতর দগ্ধ ১৭ জন শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটায় মসজিদের ভিতর বিকট শব্দে এসির বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৫০ জন আহত হন।
সূত্র: চাঁপাইনবাবগঞ্জ