রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নারায়ণগঞ্জের তল্লা মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ অন্তত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জের তল্লা মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ অন্তত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও এসি বিস্ফোরণে অর্ধশতধিক মুসল্লী দগ্ধ হয়েছেন। ঘটনায় দগ্ধদের বেশীরভাগেরই অবস্থা আশংকজনক।

দগ্ধদের মধ্যে অন্তত ৪৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাজমুল হোসেন জানান, হাসপাতালে ২০ থেকে ২৫ জন এসেছিল। তাদের কয়েকজনের শরীরে ৯৯ভাগ দগ্ধ হয়েছে। বাকি রোগী যারা এসেছিল তাদের ৭০ থেকে ৭৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের সামনের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এরপর মসজিদের এসিও বিস্ফোরণ ঘটে।  মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।  ওই সময়ে মসজিদে থাকা মুসল্লীদের মধ্যে অন্তত ৫০ জন দগ্ধ হয়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …