নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নারদ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কানাইখালি মহল্লার জেলেপাড়া এলাকা সংলগ্ন নারদ নদ তীরবর্তী অংশ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আল আসাদ এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী জানান, ইতিমধ্যে যে সকল স্থানে সার্ভে সম্পন্ন হয়েছে এবং নোটিশ প্রদান করা হয়েছে সেগুলি আগে ভেঙে উচ্ছেদ করে দেওয়া হবে। পরবর্তীতে আরো অবৈধ স্থাপনাসমূহ চিহ্নিত করে পর্যায়ক্রমে তাদেরও নোটিশ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।