শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নারদবার্তায় সংবাদ প্রকাশের পর সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের পরীক্ষা স্থগিত

নারদবার্তায় সংবাদ প্রকাশের পর সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
অনলাইন নিউজ পোর্টাল নারদবার্তায় সংবাদ প্রকাশের পর নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার কলেজের নোটিশ বোর্ডসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজের নিজস্ব আইডিতে পরীক্ষা স্থগিতের নোটিশ দেয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

জানা যায়, কলেজ কর্তৃপক্ষ করোনাকালে সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে ৬ মে বৃহস্পতিবার থেকে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মুল্যায়ন পরীক্ষার নেয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে তাদের বকেয়া বেতনাদী পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহের নির্দেশ দেয়া হয়। কিন্তু সারাদেশে চলমান লকডাউন ও রোজার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আপত্তি জানায়। এ নিয়ে ফেসবুকেও নানা রকম পোষ্ট ও কমেন্ট করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কিন্তু তাতেও কলেজ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসায় শিক্ষার্থীদের ক্ষোভ বাড়তে থাকে।

সর্বশেষ মঙ্গলবার নারদবার্তায় (বড়াইগ্রামে করোনা মহামারীর মধ্যেও নেয়া হবে পরীক্ষা) শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে। পরে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ জরুরী মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

এদিকে, করোনা মহামারির মধ্যে পরীক্ষা নেয়ার সংবাদ প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নারদবার্তা ও এর প্রতিবেদককে আন্তরিক ধন্যবাদ জানান।

বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হোসাইন বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আপাতত পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরবর্তীতে পরীক্ষা নেয়া হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …