নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এ সময় তারা একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টুসহ বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের সকল অপকর্ম রোধে কাজ করার আহ্বান জানান।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …