রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে হানাদার মুক্ত দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতার বিপক্ষ সকল অপশক্তিকে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে  নাটোরে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখা, সাবেক জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সেক্টর কমান্ডারস্ ফোরাম এর যৌথ আয়োজনে বের করা শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম নান্টু, পৌর কাউন্সিলর ফরহাদ আলী, সংগঠনের পৌর শাখার সভাপতি আসাদুল ইসলাম বাচ্চু সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় জড়িত নয় এমন অনেকের নাম আসায় ক্ষোভ প্রকাশ করে সঠিকভাবে যাচাই বাছাই করে তালিকা প্রকাশের দাবী জানান।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …