সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর সদর থানার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বড় হরিশপুর বাইপাস ঘুরে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সদর থানার সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার।

পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ম সম্পাদক আব্দুল রাজ্জাকসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, পুলিশ মানুষের বন্ধু। তবে শুধুমাত্র পুলিশের চেষ্টায় সমাজ থেকে সকল সমস্যা দূর করা সম্ভব হয় না। অনেক ছোট খাটো বিষয় নিয়ে এখন আর মানুষকে থানায় আসতে হয় না। কমিউনিটি পুলিশ তা সমাধান করতে পারে। কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন রকম অসামাজিক কর্মকান্ড দূর হচ্ছে। তাই কমিউনিটি পুলিশের যথেষ্ঠ গুরুত্ব রয়েছে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …