শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে পহেলা বৈশাখ পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে পহেলা বৈশাখ পালিত

নিজস্ব প্রতিবেদক,হিলি (দিনাজপুর):
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১। বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল আলম,ওসি মোঃ দুলাল হোসেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক,আব্দুল লতিফ মাষ্টার, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বসছে নাগর দোলা,ঘোড়ার গাড়ি ও বিভিন্ন রকমের দোকান বসায় সব বয়সের ছেলে মেয়েরা আনন্দ মুখর পরিবেশে উদযাপন হচ্ছে নববর্ষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রা অংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা শেষে চিত্রা অংকন ও কুইজ প্রতিযোগিদের মাঝে ঝে পুরস্কার বিতরণ করা হবে। উপজেলা শিল্প কলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আরা ও উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …