শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নানা আয়োজনে নাটোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

নানা আয়োজনে নাটোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: 
নানা আয়োজনে নাটোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হচ্ছে । এই উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামিম আহম্মেদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মাঈনুল ইসলাম, উপ পরিচালক স্থানীয় সরকার আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর আহম্মেদ মাসুম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ্যাড সিরাজুল ইসলাম পিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন, ২৫ শে মার্চ রাতে অসহায় বাঙ্গালিদের মাঝে পাকিস্তানী হায়নারা ঝাঁপিয়ে পড়ে এতে অনেক বাঙ্গালি মারা যায়। তারা সারা রাত ধরে হত্যা চালায় এদেশের নিরীহ সাধারন মানুষের উপর তাই আজকের রাতটি কালো রাত হিসেবে ধরা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …