নিজস্ব প্রতিবেদক,হিলি (দিনাজপুর):
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় এ উপলক্ষে হিলি গোডাউন মোড় অস্থায়ী দলীয় কার্যালয়ে সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বাষির্কীর কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়। পরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ,কেক কাটা দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, আব্দুল লতিফ মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী মন্ডল,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল, পৌর যুবলীগের যুগ্ন আহব্বায়ক তারিকুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল,সাধারণ সম্পাদক মাহবুব আলম,পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল হাসান জন,সাধারণ সম্পাদক অনিক সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর দিনাজপুর-৬ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সংসদ সদস্য শিবলী সাদিকের নৌকা মার্কায় ভোট চেয়ে হিলি বাজারে একটি মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মিরা।
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …