রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্র-লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্র-লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কাাঁদভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ-বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন সহ দলের নেতা-কর্মীরা।

পরে জলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বর্ষিকী পালন করা হয়।।
এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …