মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নানার বাড়িতেই জন্ম, সেখানেই কবর হলো শিশু আয়রা’র
৪ মাস বয়সী কন্যা শিশু ‘আয়রা’

নানার বাড়িতেই জন্ম, সেখানেই কবর হলো শিশু আয়রা’র

ফজলে রাব্বি, বাগাতিপাড়াঃ
বাগাতিপাড়া থেকে জীবন শুরুর চার মাস পর প্রথম বারের মতো মা-বাবার সঙ্গে ঢাকা যাওয়া হলোনা শিশু আয়রামনি’র। যেই নানার বাড়িতে জন্ম নিল আয়রা সেইখানেই আজ তার কবর হলো। আয়রার নানা নাসির উদ্দিন আর তার পরিবারের সদস্যদের আজ বুক ভরা কষ্ট আর চোখে ঝরছে অবিরত অশ্রু।

আয়রা’র নানা নাসিরুদ্দিন জানান, আজ বুধবার (৬ মে) বৃষ্টিমুখর সকালে তার মেয়ে-জামাই চার মাসের শিশু কন্যা আয়রাকে সাথে নিয়ে ঢাকা যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ঘে তার আদরের চার মাসের নাতনি “আয়রা” ঘটনাস্থলে মারা যায় অন্যান্যরাসহ তার মেয়ে জামাই আহত অবস্থায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত চার মাসের শিশু আয়রার মরদেহ বাগাতিপাড়ার বারই পাড়া কবরস্থানে বেলা ১২ টার দিকে সম্পন্ন হয়েছে বলে তার নানা বাড়ির সূত্রে জানা গেছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …